Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

 

“সবার আগে নাগরিক”

“নাগরিক সেবা সনদ”

 

সেবার নাম

সেবার নাম

সেবার নাম

সেবার নাম

অন্যান্য সেবাসমূহ

সদস্য-সদস্যাদের প্রাপ্য সুবিধা

 

১। গ্রামভিত্তিক অস্ত্র বিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

২। জেলা ভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

৩। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ

 

সরকারি-বেসরকারি সংস্থায় সাধারণ আনসার অঙ্গীভূতকরণের মাধ্যমে নিরাপত্তা প্রদান

আনসার ও ভিডিপি সদস্য হিসেবে প্রত্যয়নপত্র ইস্যু

 

আবেদনের ভিত্তিতে তথ্য প্রদান

১) জননিরাপত্তমূলক কাজে সরকার বা সরকারের অধীন প্রতিষ্ঠানসমূহকে সহায়তা প্রদান।

 

২) নির্বাচন ও দূর্গাপূজাসহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে শান্তি শৃঙ্খলা রক্ষায় জনবল মোতায়েন করা।

 

৩) জাতীয় দূর্যোগ মোকাবিলা কার্যক্রমে জনবল মোতায়েন।

 

৪) মোবাইল কোর্ট পরিচালনায় জেলা প্রশাসনকে সহায়তা।

 

৫) আইন-শঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনকে সহযোগিতা প্রদান।

 

৬) আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে সদস্য-সদস্যাদের ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান।

১) প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য/সদস্যরা সরকারি চাকুরীর ক্ষেত্রে ১০% কোটা সুবিধা প্রাপ্য হবেন।

 

২) কর্তব্যরত আনসার সদস্য মারা গেলে এককালীন ৫,০০,০০০(পাঁচ লক্ষ) টাকা এবং আহত হলে এককালীন ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অনুদান পাবেন।

 

৩) সদস্য-সদস্যারা অসুস্থ হলে চিকিৎসার জন্য, ছেলে-মেয়ের লেখাপড়ার জন্য, মেয়ের বিবাহের জন্য প্রযোজ্য ক্ষেত্রে অনুদান প্রদান।

 

৪) দৃষ্টান্তমূলক আইন-শৃঙ্খলা  রক্ষা,আর্থ সামাজিক উন্নয়নের জন্য বাংলাদেশ পদক, রাষ্ট্রপতি পদক, এককালীন/মাসিক নগদ অর্থ

 

৪। কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি ও পেশাভিত্তিক) প্রশিক্ষণ সমূহঃ-

 

৪.১ বেসিক কম্পিউটার প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা)

৪.২ মটর ড্রাইভিং

৪.৩ ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ

৪.৪ ফ্রীজ ও এয়ারকন্ডিশনার মেরামত

৪.৫ সেলাই ও ফ্যাশন ডিজাইন

৪.৬ মোবাইল ফোন সেট মেরামত

৪.৭ গার্মেন্টস প্রশিক্ষণ

৪.৮ সোয়েটার নিটিং

৪.৯ কনস্ট্রাকশন  পেইন্টিং

৪.১০ টাইলস সেটিং

৪.১১ ম্যাশনারি অ্যান্ড রড বাইন্ডিং

৪.১২ প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং

৪.১৩ অটোমেকানিক্স

৪.১৪ ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং

৪.১৫ ওয়েল্ডিং ৪জি

 

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের পদ্ধতি

 

১) প্রত্যাশী সংস্থার পক্ষ থেকে জেলা কমান্ড্যান্টের কার্যালয় থেকে আবেদন সংগ্রহ।

 

২) আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ অর্থাৎ জমি/স্থাপনার দলিলপত্র, বৈধ ব্যবসা সংক্রান্ত কাগজপত্র, ৩০০ টাকার নন জুডিশিয়াল স্টাম্পে অঙ্গীকার নামাসহ জেলা কার্যালয়ে জমা দান।

 

৩) সদর দপ্তর থেকে অনুমোদন প্রাপ্তির পর আনসারদের ০৩(তিন) মাসের বেতন ভাতাদীর সমপরিমাণ টাকার ডিডি/চেক অগ্রিম হিসেবে জেলা কমান্ড্যান্ট বরাবর জমা দিতে হবে।

 

৪) আনসার মোতায়েন।

প্রসেসিং ফিঃ নাই

১) জেলা কমান্ড্যান্ট বরাবর আবেদন।

 

২) সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কর্তৃক আবেদনের উপর লিখিত সুপারিশ।

 

৩) আবেদনের সাথে মৌলিক প্রশিক্ষণ সনদ ও অন্যান্য কাগজপত্র জমা সাপেক্ষে প্রত্যয়নপত্র প্রদান।

 

প্রসেসিং ফিঃ নাই

১) তথ্য চেয়ে নির্ধারিত ফরমে জেলা  কমান্ড্যান্ট বরাবরে আবেদন দাখিল।

 

২) আবেদন প্রাপ্তির  পর যাচাই।

 

৩) তথ্য প্রদান অথবা তথ্য প্রদান সম্ভব না হলে যুক্তিসংগত ব্যাখা প্রদান।

 

প্রসেসিং ফিঃ নাই

 

সেবা প্রদানের পদ্ধতি

 

আর্থিক বছরের শুরুতে  বাংলাদেশ আনসার ও ভিডিপি প্রশিক্ষণ নির্দেশিকা অনুযায়ী উপজেলা হতে বাছাইকৃত প্রশিক্ষণার্থীদের জেলা কার্যালয়ে প্রেরণ করা হয়। জেলা কমান্ড্যান্ট উপজেলা হতে প্রাপ্ত তালিকা যাচাই-বাছাই করে চুড়ান্ত তালিকা প্রনয়ন করেন ও প্রশিক্ষণার্থীদের  জেলা পর্যায়ে বা বাহিনী কর্তৃক নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণ প্রিদান করা হয় ও সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের সনদপত্র বিতরণ করা হয়।

 

যোগ্যতাঃ

বয়স: ১৮-৩০ বছর

উচ্চতা: সাধারণ আনসার প্রশিক্ষণের ক্ষেত্রে

পুরুষ: ৫’-৬”, মহিলা ৫’-২”

অন্যান্য প্রশিক্ষণের ক্ষেত্রে

পুরুষ: ৫’-৪”, মহিলা ৫’-২”

 

শিক্ষাগত যোগ্যতা:

ন্যূনতম এএসসি (সাধারণ আনসার, বেসিক কম্পিউটার, টাইলস সেটিং, অটোমেকানিক্স, ফ্রিজ ওএয়ারকন্ডিশন মেরামত, মোবাইল ফোন সেট মেরামত)

৮ম শ্রেণী (অন্যান্য প্রশিক্ষণের ক্ষেত্রে)

 

অন্যান্য যোগ্যতা (প্রযোজ্য ক্ষেত্রে)

ভিডিপি মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে।

জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।

বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন।

প্রসেসিং ফিঃ নাই

 

বিঃ দ্রঃ উল্লেখিত সেবার বিষয়ে উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করুন । যোগাযোগে আপনার সমস্যার সমাধান না হলে সরাসরি জেলা কমান্ড্যান্ট এর দপ্তরে যোগাযোগ করুন।